Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ৩:৩৯ পিএম | আপডেট : ৭:৪১ পিএম, ৭ মার্চ, ২০১৮

ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বেলা ৩টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
এদিকে সমাবেশ শুরুর পরে মঞ্চে গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও দলের সংসদ সদস্য মমতাজ। সমাবেশে আরো উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা।
এর আগে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল নামতে দেখা যায়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা এ উদ্যানে এসেছেন।
৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিতে সকাল থেকে আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। নেতা-কর্মীদের মিছিল, স্লোগান ও পদচারণয় মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ।
এদিকে জনসভাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে বিপুলসংখ্যাক গোয়েন্দা বাহিনী কাজ করছে। উদ্যানের ভেতর প্রবেশ করতে গেটগুলোতে আগতদের তল্লাশি করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ