Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলানিয়াও হয়তো আমাকে ছেড়ে যাবে - ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১:৩৬ পিএম | আপডেট : ২:০২ পিএম, ৬ মার্চ, ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ডিনারের সময় নিজের দাম্পত্যজীবন নিয়ে কৌতুকপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওই অনুষ্ঠানে দেশটির খ্যাতনামা সাংবাদিক ও রাজনীতিবিদরা হাজির ছিলেন। তাদের সম্মানে ট্রাম্প বেশ মজার ছলে বক্তব্য দেন।

স্লোভেনিয়ার সাবেক সুপারমডেল মেলানিয়ার সঙ্গে নিজের বিয়ে নিয়ে ট্রাম্প বলেন, এবার তিনিই হয়তো হোয়াইট হাউজ ছাড়তে যাচ্ছে। মজা করে ট্রাম্প বলেন, 'অনেকগুলো লোক হোয়াইট হাউজ ছেড়ে যাচ্ছে। আমি বিশৃঙ্খলাই পছন্দ করি। এটি সত্যিই মজার ব্যাপার। তো এরপর কে হোয়াইট হাউজ ছাড়ছে? স্টিভ মিলার (ট্রাম্পের উপদেষ্টা) না মেলানিয়া?'

সম্প্রতি ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী জারেড কুশনারকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত 'অতি গোপনীয় নথি' না দেখানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। সে বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আজ বড় দেরি হয়ে গেছে। কারণ জারেড নিরাপত্তা নিয়ে ঝামেলায় পড়েছিল।

ভাইস প্রেসিডেন্ট মাইক স্পেন্সকে নিয়ে ট্রাম্প বলেন, 'তাকে গর্বভরে শিক্ষানবিশ বলতেই ভালো লাগে। কিন্তু ইদানীং সে সংবাদ পড়ায় বেশি কৌতূহলী হয়ে পড়ছে। সে জিজ্ঞেস করছে আমাকে কে বাদ দেয়া হয়েছে? এটা আমার একেবারেই ভালো লাগে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ