Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ-সমাবেশ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)তে পরিচালক (বাণিজ্য) পদে পদায়নের দাবীতে ৪ মার্চ বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির গত ১ মার্চের পত্রের আলোকে পূর্ব ঘোষিত কর্মসূচী মোতাবেক এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগন অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সভাপতি মো: মহসিন ভূইয়া সংস্থায় রাষ্ট্রপতির আদেশ নং-২৮ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক বিআইডব্লিউটিসিতে দুইজন পরিচালক থাকার সুযোগ আছে বলে জানান। কিন্তু বর্তমানে সংস্থায় পরিচালক (অর্থ) হিসাবে একজন পদায়ন আছে এবং পরিচালক বাণিজ্যের শূন্য পদে বানিজ্যিক বিভাগের সিনিয়র ও দক্ষতা সম্পন্ন কর্মকর্তা এন.এস.এম শাহাদাত আলীর নাম গত ২৪ জানুয়ারি প্রস্তাব করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে বরাবরে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (সিবিএ) ও বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে পদস্থ করার জন্য পত্র পেরন করা হয়। উল্লেখিত ন্যায়সঙ্গত দাবি কর্তৃপক্ষ বাস্তবায়ন না করায় এ বিক্ষোভ সমাবেশ করা হয়। তিনি আরো বলেন সংস্থার বাণিজ্যিক বিভাগ হতে ইতিপূর্বে ০৫ জন মহা-ব্যবস্থাপক পরিচালক (বাণিজ্য) পদে পদস্থ হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। অবিলম্বে রাষ্ট্রপতি অধ্যাদেশ নং-২৮ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সংস্থা থেকে পরিচালক (বাণিজ্য) পদে পদায়নের দাবী জানান। অন্যথায় লাগাতার কঠিন কর্মসূচী দেয়ার ঘোষনা দেবেন বলে জানান। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ