Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈরি পোশাক শিল্পের আইওটিভিত্তিক স্মার্ট ফ্যাক্টরি সল্যুশন আনল রবি

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুর-ভিত্তিক স্টার্ট-আপ কোম্পানি এনসিংগা’র সহযোগিতায় দেশের তৈরি পোশাক শিল্পের জন্য আইওটি-ভিত্তিক স্মার্ট ফ্যাক্টরি সল্যুশন আনল মোবাইল ফোন অপারেটর রবি। সম্প্রতি রাজধানীর এক হোটেলে সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন, বিজেএমইএ’র সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, এনসিংগা’র ম্যানেজিং ডিরেক্টর ফর বাংলাদেশ অপারেশন বুদ্ধিকা ফার্নান্দো, এনসিংগা’র ইনোভেশনস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমাল কালুটোটাগে এবং চতুর্থ শিল্প বিপ্লব বিশেষজ্ঞ মার্টিন স্ট্রমার। এনসিংগা’র নেক্সট জেনারেশন স্মার্ট-ফ্যাক্টরি শপ-ফ্লোর সল্যুশন’র (এনফ্যাক্টরি) মাধ্যমে পণ্যের গুণগত দিক বিশ্বমানের হচ্ছে কিনা সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সাথে সাথে পেয়ে যান উৎপাদনকারীরা। এনসিংগা’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারটি শ্রীলংকায় অবস্থিত। রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল কোম্পানি হতে চায় রবি, গতানুগতিক কোন টেলিযোগাযোগ কোম্পানি নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ