Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সূচক পতনে আবারও বন্ধ চীনা শেয়ারবাজার

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সূচক পতনের মুখে আরও একবার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হলো চীনা শেয়ারবাজার। গত শুক্রবার লেনদেন বন্ধের নির্ধারিত সময়ের আগেই তা বন্ধ করে দেয়া হয় বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এদিন সাড়ে তিন শতাংশের বেশি সূচকের পতন হয়। এদিন সাংহাই কম্পোজিট ইনডেক্স ৩.৬ শতাংশ কমে ২৯০০.৭ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। সাম্প্রতিক মন্দাবস্থা থেকে কাটিয়ে ওঠার চেষ্টায় সূচক সর্বোচ্চ যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে এদিন ২০ শতাংশ পড়ে যায়। এছাড়া শেনজেন স্টক মার্কেটেও সূচকের পতন হয়েছে ৩.৪ শতাংশ। এর আগে চলতি বছর ৭ জানুয়ারি লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যেই সূচকের পতন হয় ৫ শতাংশ। বিপর্যয়ের শঙ্কায় সেদিনের মত শেয়ারবাজারই বন্ধ করে দেয় চীনা কর্তৃপক্ষ। প্রভাব পড়ে ভারতসহ এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও। এছাড়া হংকংয়ের হ্যাংস্যাং ইনডেক্সে ১.৪ শতাংশ, অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স-২০০ ইনডেক্স শূন্য দশমিক ৩ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কসপি ১.১ শতাংশ সূচকের পতন দেখা গেছে। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ জুলাই ব্যাপক ধস নামে চীনা শেয়ারবাজারসহ বিশ্বের বড় বড় বাজারগুলোয়। দিনটি সোমবার হওয়ায় এটি ‘ব্ল্যাক মানডে’ উপাধি পায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সূচক পতনে আবারও বন্ধ চীনা শেয়ারবাজার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ