Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফর ইকবালের ওপর হামলা : বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০১ পিএম | আপডেট : ২:০১ পিএম, ৪ মার্চ, ২০১৮

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রবিবার সকাল থেকেই দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, সাধারণ শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে শিক্ষক সমিতি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বক্তারা হামলার সাথে জড়িতদের সনাক্ত করে মূল চক্র সমূলে উৎখাত করার দাবি জানান।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হাসানুজ্জামান শ্যামল বলেন, ‘ড. মুহম্মদ জাফর ইকবাল মহান মুক্তিযুদ্ধের চেতনার একজন ধারণ ও বাহক। তাঁর উপর হামলার মানে হলো মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। তাই মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের শক্তিকে আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাৎক্ষণিকভাবে সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
একই সময়ে শাবির কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি মানববন্ধনের আয়োজন করে। এদিকে বেলা সাড়ে ১১ টায় গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে দুপুর ১২ টায় প্রতিবাদ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
ঘটনায় মামলা দায়ের: প্রফেসর ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের বিষয়টি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিতেশ্বর তালুকদারের জবানবন্দির ভিত্তিতে মামলা এজাহারভুক্ত করার জন্য থানায় পাঠানো হয়েছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি- ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি জানাই। দাবি সমূহ হলো হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক তথ্য সমূহ প্রকাশ করতে হবে, জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ