নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলই সুপার টেনে তিনটি ম্যাচে জয় দিয়ে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেছে। একদলে আছে বিরাট কোহলির মতো দুর্দান্ত ব্যাটসম্যান। তো অন্য দলে আছেন ক্রিস গেইলের মতো ব্যাটিং দানব। কেউ কারো থেকে কম যান না। সব দিক থেকে এই ম্যাচটি টানটান উত্তেজনাভরপুর হবে, এটাই স্বাভাবিক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর থেকেই সবার মুখে এখন বিরাটের জয়ধ্বনি শোনা যাচ্ছে। ক্রিকেটের সাবেকরা থেকে শুরু করে বর্তমানে খেলছে এমন সবাই বিরাটের প্রশংসায় পঞ্চমুখ। সেমির প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ব্যাটসম্যান ক্রিস গেইলও এর বাইরে নন। ভারতের গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘কোহলি যে একদিন এই জায়গায় যাবেন তিনি জানতেন। তিনি আগে থেকেই জানতেন তার আইপিএল ফ্রাঞ্চাইজির অধিনায়ক একদিন গোটা ক্রিকেট বিশ্বকে পদানত করবেন।’
এ ছাড়া তিনি আরও বলেন, ‘ধোনির টিমে একা বিরাটই নয়, আরও অনেক ম্যাচ উইনার ক্রিকেটার আছেন যাদের হালকা করে দেখলেই ম্যাচ হাতছাড়া হয়ে যাবে।’
তবে অশ্বিনের কথা আসতেই বেশ জ্বলে উঠতে দেখা যায় এই ব্যাটসম্যানকে। ধোনি অশ্বিনকে দিয়ে বোলিং শুরু করে স্পিন ধাঁধায় ফেলতে পারেন তাদেরকে এমন কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ধোনি কী আগে কখনো অশ্বিনকে দিয়ে আমার বিরুদ্ধে শুরু করায়নি। তাই আমার কাছে ওটা কোনো চমক নয়।’ তিনি আরও বলেন, ‘ক্রিস গেইল যে কোনো বোলারের জন্য প্রস্তুত থাকবে! কে বল করলো না করলো, তাতে কিছু আসে যায় না। যে বোলারই আসুক তার ওপর ঝাঁপিয়ে পড়ব। বোলার নয় বল দেখবো। আর একটাই থিওরি থাকবে। বিগ হিট!’
গেইল দেশকে ফাইনালে তোলার প্রত্যাশায় এই ম্যাচে একটি বড় ইনিংস খেলার কথাই ভাবছেন। তিনি ছাড়াও দলে আরও ব্যাটসম্যান আছেন যাদের ম্যাচ জেতানোর মতো সক্ষমতা আছে, এমনটাই জানালেন এই বিগ হিটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।