Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় ফ্রেন্ডশীপ টেনিসে মালয়েশিয়া

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের শীর্ষ বাছাই খেলোয়াড়দের সঙ্গে আমন্ত্রণমূলক টেনিস টুর্নামেন্টে খেলতে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার চার খেলোয়াড়। আগামী বৃহস্পতি ও শুক্রবার দু’দিন অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশ কমার্স ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার নামকরণ হয়েছে ‘বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশীপ টেনিস’ দ্বিপাক্ষিক সিরিজ। দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও বাড়িয়ে নিতেই প্রথমবার এই দ্বিপাক্ষিক টেনিসের আয়োজন করা হয়েছে বলেই জানান সিরিজের উদ্যোক্তা ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি এএসএম হায়দার। তিনি বলেন, ‘মালয়েশিয়া আমাদের অন্যতম বন্ধুপ্রতীম দেশ। তাই আমাদের উদ্যোগে প্রথমবারের মতো মালয়েশিয়ার শীর্ষ বাছাই চার জন আসছেন খেলতে। আমরা সিরিজ টেনিস টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতি নিচ্ছি। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স এবং উত্তরা ক্লাবে দু’দিন ব্যাপী এই খেলা অনুষ্ঠিত হবে।’ মালয়েশিয়ার শীর্ষ বাছাই চার খেলোয়াড় হলেন- নওফল সিদ্দিক কামারুজ্জামান, মুহাম্মদ আইমান বিন হামাদান, তালহা বিন মোহাম্মদ রাহিজাম, আজরুল এখসান বিন আজমান। এদের সঙ্গে লড়বেন বাংলাদেশের চার শীর্ষ বাছাই যথাক্রমে অমল রায়, রাজু, আখতার ও দিপু লাল। আগামী বৃহস্পতিবার বিকাল চারটায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করবেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এ সময় উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। উদ্বোধনী দিনে দু’টি একক ও একটি দ্বৈত খেলা অনুষ্ঠিত হবে। পরদিন উত্তরা ক্লাবে আরও দু’টি একক ও একটি দ্বৈত খেলা হবে। খেলা শেষে দু’দেশের মধ্যে সম্প্রীতি স্মারক উপহার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এছাড়া খেলা শেষে থাকবে গজল নাইট ও নৈশভোজ। হায়দার বলেন, ‘বাংলাদেশের বন্ধু মালরেয়শিয়া। ১৯৭২ সালে যে ক’টি দেশ বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অন্যতম মালয়েশিয়া। এই টুর্নামেন্টের মাধ্যমে দু’দেশের বন্ধুত্ব আরও সূদৃঢ় হবে বলে আমি মনেকরি। যত বেশি টুর্নামেন্ট খেলা হবে, তত বেশি নিত্য নতুন অভিজ্ঞতার আলোকে খেলার উন্নতি হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ