Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মনোহরদী ও বেলাবোয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই বিতরণ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বঙ্গবন্ধু, তার পরিবার ও আওয়ামীলীগের রাজনীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য মনোহরদী ও বেলাব উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ করা হয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোহরদী-বেলাব আসনে আ’লীগের মনোয়ন প্রত্যাশী যুবলীগ নেতা কাজী মাজহারুল ইসলাম সম্প্রতি এই বই বিতরণ শুরু করেছেন। ইতোমধ্যেই মনোহরদী ও বেলাব উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে ৬ শত ২০ টি বই বিতরণ করা হয়েছে। আরো সমসংখ্যক বই বিতরণ করার কর্মসূচী নেয়া হয়েছে। এ ব্যাপারে কাজী মাজহারুল ইসলাম জানিয়েছেন, বইটিতে এমন অনেক বিষয়াদী রয়েছে যা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই জানে না। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কেও অনেক নেতাকর্মী সুষ্পষ্ট ধারণা নেই। এই বইটি পাঠ করলে বঙ্গবন্ধু, তার জন্ম, বংশ পরিচয়, শৈশব-কৈশোর, শিক্ষাজীবন এবং তাঁর সামাজিক রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে একটি ধারবাহিক জ্ঞান লাভ করার সুযোগ পাবে আ’লীগ নেতাকর্মীরা। তাছাড়া দুর্ভিক্ষ, ভারতের বিহার ও কলকাতার দাঙ্গা, দেশ বিভাগ, কলকাতা কেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ, মুসলিমলীগের রাজনীতি এবং দেশ বিভাগ পরবর্তী সময় থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিমলীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামীলীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন, নির্বাচনে বিজয়, সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন এবং প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ লেখকের নিজের অভিজ্ঞতা থেকে বর্ণনা করা হয়েছে বইটিতে। তাছাড়াও বঙ্গবন্ধুর কারা জীবন, পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসার সার্বিক সহযোগিতার কথাসহ বঙ্গবন্ধুর চীন, ভারত, পাকিস্তান সফরের বর্ণনাও রয়েছে বইটিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ