Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান পূর্বগুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহিম স্মরণে মাহফিল

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজান পূর্বগুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা শাহসূফি আল্লামা ক্বারী সৈয়দ আবদুর রহিম (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়াস্থ রহিমিয়া দরবার শরীফে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নুরানী মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মজিআ)। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুজাহিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পীরে তরিক্বত আল্লামা আবুল কাসেম নূরী (মাজিআ) এতে প্রধান বক্তা আল্লামা নুরী াবলেন যারা এদেশে সঠিক কুরআন হাদীসের বাণী সর্বত্র পৌছে দিয়ে ভ্রান্ত মতাদর্শ থেকে মানবজাতিকে সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছেন তাদের মধ্যে ক্বারী আব্দুর রহিম (রহ:) অন্যতম। তার জ্ঞানের গভীরতা, বিচক্ষণতা, দূরদর্শীতা, খোদাভীরুতা প্রকাশ পায় সমাজ সংস্কার মূলক কর্মকান্ড এবং স্বীয় প্রচেষ্টায় মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে । এতে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ আবু তাহের আলকাদেরী, অধ্যক্ষ আল্লাম সৈয়দ নাছের তৈয়বী, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা আবু জাফর, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যক্ষ ইলিয়াছ নুরী, শায়ের মাওলানা ছালামত রেজা কাদেরী প্রমুখ। পরিশেষে মিলাদ ক্বিয়াম ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ