Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি ক্যাম্পাসে জাফর ইকবালকে ছুরিকাঘাত

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ৬:৪৯ পিএম | আপডেট : ৭:০৬ পিএম, ৩ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. জাফর ইকবালের উপর একটি অনুষ্ঠানে ছুরি নিয়ে হামলা করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। হামলার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলযোগে দুইজন আসে। তাদের মধ্যে একজন মুক্তমঞ্চে বসা অবস্থায় থাকায় জাফর স্যারকে আঘাত করে। এসময় দ্রুত মোটরসাইকেল যোগে একজনকে
ক্যাম্পাস ছেড়ে চলে যেতে দেখা যায়। ইইই ফেস্টিভালের রোবো ফাইট এর শেষ পর্যায় চলছিলো। ইব্রাহিম নামে একজন পুলিশের কনস্টেবল ছুরিকাহত হয়।


অভিযুক্ত ছেলেটিকে শিক্ষার্থীরা বেধড়ক পিটুনি দেয়। এখন সে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের হাতে হেফাজতে আছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। বেধড়ক পিটুনিতে অবস্থা আশংকাজনক।
তাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়েছে।


অধ্যাপক জাফর ইকবালের মাথা থেকে রক্তক্ষরণ হয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, “মঞ্চের পেছন থেকে এসে এক ছেলে ছুরি মারে গলা, বুক ও মুখের দিকে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা
তাকে আটক করে।”

কি কারণে জাফর ইকবালের উপর এই হামলা হয়েছে, সে বিষয়ে কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ