Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিফ সভাপতি রুবেন সা.সম্পাদক

বিএসজেসি নির্বাচন

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসিফ ইকবাল। বার্ষিক সাধারণ সভার পর নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনে’র আসিফ ইকবাল ও এনটিভি’র নাসিমুল হাসান দোদুল সমান ১৬টি করে ভোট পান। পরে বিএসজেসি’র গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৪-এর ধারা-৬ অনুযায়ী নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আসিফকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনে’র সাকির রুবেন, সিনিয়র সহ-সভাপতি পদে স্পোর্টস ফেয়ার-এর মোহাম্মদ মাঈন উদ্দিন তারেক, সহ-সভাপতি পদে কালের কণ্ঠে’র মাসুদ পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনে’র মনির হোসেন খান এবং সদস্য পদে ক্রীড়ালোকে’র আব্দুল মুকিত রুবেল, ক্রীড়ালোক ও সাপ্তাহিক রোববারে’র কামাল হোসেন বাবলু ও বণিক বার্তা’র রকিবুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতি›দ্ব›িদ্বতায় সাংগঠনিক সম্পাদক পদে নয়া দিগন্তে’র জসিম উদ্দিন রানা এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ঢাকা প্রতিদিনে’র মো: আনোয়ার হোসেন নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভাপতি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ