নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কোচবিহীন বাংলাদেশ দলের সর্বেসর্বা ছিলেন খালেদ মাহমুদ সুজন। তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তবে নিদাহাস ট্রফিতে সুজনে সে পদ থেকে সরিয়ে শুধু ম্যানেজার হিসেবে পাঠানোর কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার বদলে পোস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে অন্তঃবর্তী প্রধান কোচ ঘোষনা করে বিসিবি। তবে সিরিজ শেষে তার প্রভাব অনেকটাই কমে যায়। এ সময় দলের প্রতি ক্ষোভও প্রকাশ করেন সুজন। সেই আক্ষেপেই কি-না, ম্যানেজার হয়ে শ্রীলঙ্কায় যাচ্ছেন না সুজন!
ক’দিন আগে বিসিবি প্রধান সাংবাদিকদের জানান, ‘টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছে না সুজন (খালেদ মাহমুদ)। এখন ভূমিকাগুলো সুনির্দিষ্ট করে দিয়েছি। এবার হেড কোচ দিয়ে দিয়েছি (কোর্টনি ওয়ালশ)। দ্বিতীয়ত, আমি নিজে সবকিছু দেখভাল করার জন্য শ্রীলঙ্কায় থাকছি। ওদের সঙ্গে থাকব সারাক্ষণ। তারপরও সুজন যদি যায়, সব সময় যে দায়িত্বে ছিল, সেটাতেই থাকবে ম্যানেজার হিসেবে। সে যাবে টিম ম্যানেজার হিসেবে।’ এর পর থেকেই নিদাহাস ট্রফিতে দলের সঙ্গে সুজনের না যাওয়ার গুঞ্জন উঠেছিল বেশ জোরেশোরেই। গতকাল নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, দলের সঙ্গে যাচ্ছেন না সাবেক অধিনায়ক, ‘আমি শ্রীলঙ্কা সফরে যাচ্ছি না। তবে আমার পরিবর্তে ম্যানেজার কে হবেন সেটি সিদ্ধান্ত নিবে বোর্ড। এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না।’
সুজন না থাকায় দলের ম্যানেজার এখন কে হবেন তা নির্ধারণ করা হয়নি এখনও। তবে জানা গেছে, সাবেক কোনো ক্রিকেটারকেই এই দায়িত্ব দেওয়া হবে। এ প্রসঙ্গে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘তিনি না গেলে আমাদের বিকল্প ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা একজন সাবেক ক্রিকেটারকে জাতীয় দলের সঙ্গে অপারেশন ম্যানেজার হিসেবে পাঠাতে পারি। তবে এখনই কোনো নাম বলতে পারছি না কাকে পাঠানো হচ্ছে। বসে আলোচনা করেই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।’
অবশ্য সুজন শ্রীলঙ্কা সফরে না যাওয়ার আরও একটি কারণ হতে পারে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ডিপিএলের ২০১৭-১৮ মৌসুমে আবাহনীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার কোচিংয়ে দলও পাচ্ছে সাফল্য, এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয়টিতেই অপরাজিত আবাহনী। দলের সাফল্যের ধারা ধরে রাখতেই হয়ত শ্রীলঙ্কায় গিয়ে আবাহনীর ছন্দ ভাঙতে চাইছেন না সুজন!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।