Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তাহের ব্যবধানে কমেছে সূচক-লেনদেন

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিদায়ী সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে পতনে শেষ হয়েছে লেনদেন। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে।একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের সপ্তাহ থেকে ৩৬৯ কোটি টাকা বা ২৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে বিদায়ী সপ্তাহে এক হাজার ৮৬৭ কোটি ৯৪ লাখ ৮১ হাজার ১৬০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৬৯ কেটি ৪৪ লাখ ৮২ হাজার ৪৯৮ টাকা বা ২৪ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৮ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকার। বিদায়ী সপ্তাহে ডিএসইতে সব সূচক কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৩৬ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৭০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক পয়েন্ট বা ১ দশমিক ২৯ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৩ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২১৬৮ ও ১৩৭২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ০৩৫ টাকার। যা আগের সপ্তাহ থেকে ৪০ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৮৮৯ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৯ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৯২৪ টাকার। আগের সপ্তাহে সিএসইতে সব সূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২২ পয়েন্ট, সিএসসিএক্স ১০৮ পয়েন্ট ও সিএসআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৫, ১৬৩৭৫, ১০৯১১ ও ১২১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেনদেন

২৬ জানুয়ারি, ২০২৩
৩ অক্টোবর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ