Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইম নাইট

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জনাথান গোল্ডস্টাইন এবং জন ফ্রান্সিস ডেলি পরিচালিত কমেডি ফিল্ম ‘গেইম নাইট’। গোল্ডস্টাইন এবং ডেলি যৌথভাবে ‘ভেকেশন’ (২০১৪) এবং কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। স্থানীয় এক পানশালায় ম্যাক্স (জেসন বেইটম্যান) আর অ্যানির (রেচেল ম্যাকঅ্যাডামস) দেখা আর অন্তরঙ্গতা হয়। সেই থেকে প্রেম আর তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা তাদের বাড়িতে দম্পতি আর জুটিদের জন্য এক সাপ্তাহিক খেলার আয়োজন করে। ম্যাক্সের ধনবান ভাই ব্রুক্স (কাইল চ্যান্ডলার) তার প্রাসাদোপম বাড়িতে একই রকম এক রহস্যময় খেলার আয়োজন করে। এই খেলায় একজনকে অপহরণ করা হবে আর তাকে যে খুঁজে পাবে তার জন্য থাকবে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। ব্রুক্স যখন নির্দয়ভাবে অপহৃত হয় সবাই ধারণা করে এটি খেলারও অংশ, কিন্তু আসলেই কি তাই?
তিন জুটি যখন রহস্য সমাধান করতে বসে তারা অনুভব করতে শুরু করে “খেলা’টি বোধ হয় খেলা নয়। ব্রুক্সের ক্ষেত্রে যা ঘটেছে আসলেও তা ঘটেছে। কিন্তু বসে থাকলে তো চলবে না। ম্যাক্স, অ্যানি আর তাদের বন্ধুরা যতই এগোয় ততই নতুন নতুন অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইট

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ