Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপ্পা-চাঁদনীর সংসারে ভাঙন!

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: অভিনেত্রী-নৃত্যশিল্পী চাঁদনী ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংসারে ভাঙন ধরেছে, বছরখানেক ধরে এমন গুঞ্জণ চলছে। যদিও দুই তারকা এ নিয়ে বরাবরই নীরব থেকেছেন। তবে সমপ্রতি চাঁদনীর কথায়ও বিচ্ছেদের আভাস মিলেছে। এ প্রসঙ্গে চঁদনী কিছু সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান, তিনি এ ব্যাপারে সরাসরি কোনো উত্তর দেবেন না। বাপ্পা ও নিজের সম্মান ধরে রাখতে চান। তাই তিনি চান এ বিষয়ে বাপ্পাই আগে সবকিছু খোলাসা করে বলুক। তবে এ ব্যাপারে বাপ্পা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। চাঁদনী বলেছেন, নেতিবাচক কোনো কথা শুনতে চাই না। আমার সম্মান সবার আগে। আমার পরিবারের সম্মান এমনকি বাপ্পার পরিবারের সম্মানও আমি রক্ষা করে চলব। তার এ ধরনের পরোক্ষ মন্তব্য নাট্যাঙ্গণে গুঞ্জণ ছড়িয়েছে যে তাদের মধ্যে ভাঙন ধরেছে। এর আগে দুই তারকার মাঝে তৃতীয়পক্ষ থাকার গুঞ্জন ওঠেছিল। তবে এর কোনো সত্যতা মেলেনি। অবশ্য বাপ্পা-চাঁদনীর বিয়ের কয়েক বছরের মাথায় তাদের সংসার ভাঙার গুজব ওঠে। তখন তারা জানান, এ খবরের সত্যতা নেই। সমপ্রতি চাঁদনীর ফেসবুক স্ট্যাটাস নিয়েও কয়েকবার কথা ওঠেছে। যেখানে দা¤পত্য কলহের আভাস মিলে। তখন সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি উত্তর দেননি। উল্লেখ্য, ২০০৮ সালের ২১ মার্চ বাপ্পা মজুমদার ও চাঁদনীর বাগদান হয়। তারা ভিন্ন ভিন্ন ধর্মের হলেও বাগদানের আগেই বাপ্পা ধর্মান্তরিত হয়ে আহমেদ বাপ্পা মজুমদার হন। পরে তাদের দুই পরিবার একসঙ্গে হয়ে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন করেন। বিয়ের পর অনেকদিন অভিনয়ে দেখা যায়নি চাঁদনীকে। কিছুদিন ধরে নাচে নিয়মিত হয়েছেন তিনি। অন্যদিকে, বাপ্পা তার গান নিয়ে ব্যস্ত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙন

২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ