Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুলের মা হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:৩০ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মার্চ) সকালে উত্তরার ছেলের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে (ফাতিমা আমিন) দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মহাসচিব একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী।
তিনি বলেন, স্যারের মা সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আত্মীয় স্বজনরা মায়ের পাশে রয়েছেন।
৮৬ বছর বয়সী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন এরশাদ সরকারের আমলে মন্ত্রী ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুলের মা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ