পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হজ নিয়ে নানা অনিয়ম ও প্রতারণা’র শাস্তি
শামসুল ইসলাম : ২০১৭ সালে বাংলাদেশ ও সউদী আরব পর্বে হজ নিয়ে নানা অনিয়ম,দুর্নীতি ও প্রতারণার অভিযোগ প্রমানিত হওয়ায় ধর্ম মন্ত্রণালয় গঠিত দু’টি তদন্ত কমিটি’র সুপারিশের ভিত্তিতে গত মঙ্গলবার ও বুধবার প্রায় ১০৩টি অভিযুক্ত বেসরকারী হজ এজেন্সি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সিগুলোর প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের অনুমোদিত হজ এজেন্সিতে ট্রান্সফার করে হজে পাঠাতে হবে। শাস্তিপ্রাপ্ত অধিকাংশ হজ এজেন্সি রিভিউ করার উদ্যোগ নিবে বলে হাবের একটি সূত্র জানিয়েছে। ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান গতকাল তার দপ্তরে ইনকিলাবকে বলেন, ধর্মমন্ত্রণালয়ের মাধ্যমে তিনটি কমিটি গঠন করে অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, শাস্তিপ্রাপ্ত হজ এজেন্সিগুলোর উপর কোনো জুলুম করা হয়নি। তিনি বলেন, আইনানুযায়ীই দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সবাই যাতে ন্যায় বিচার পায় সেক্ষেত্রে দৃষ্টি রেখেই এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ প্রয়োজন বোধ করলে রিভিউ করতে পারবে বলেও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল প্রকার ঝামেলা মুক্ত অবস্থায় আগামী হজের কার্যক্রম সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এদিকে, হাব মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম ধর্ম মন্ত্রণালয় থেকে শাস্তিপ্রাপ্ত অনেক হজ এজেন্সিগুলোর ব্যাপারে একমত নন বলে জানিয়েছেন। তিনি বলেন, সউদী আরবে দেরিতে মুয়াল্লেম ফি পরিশোধ করেছে এমন হজ এজেন্সিকেও শাস্তি দেয়া হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি-১ ও কমিটি ২-এর সুপারিশের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে শাস্তিপ্রাপ্ত বেসরকারী হজ এজেন্সি’র তালিকা সমূহ হচ্ছে, আল-আমানত ট্রাভেলস (১১) চট্রগ্রাম-এর হজ লাইসেন্স বাতিল ও সম্পূর্ণ জামানত বাজেয়াপ্ত, গালফ ট্রাভেলস এন্ড ট্যুরস (৬৫) এক লাখ টাকা জরিমানা, হারামাইন ট্রাভেলস (৬৬) পাঁচ লাখ টাকা জরিমানা, ফিউচার এসোসিয়েটস (৭৭৮) পাঁচ লাখ টাকা জরিমান, হিমালয়া এক্সপ্রেস (১৩০৯) পাঁচ লাখ টাকা জরিমানা, শিমন ওভারসীজ এক্সপ্রেস (১৩০) হজ লাইসেন্স বাতিল ও সম্পূর্ণ জামানত বাজেয়াপ্ত, গ্রামীন এয়ার ইন্টারন্যাশনাল (৫২২) হজ লাইসেন্স বাতিল ও সম্পূর্ণ জামানত বাজেয়াপ্ত, এয়ার ল্যান্ড ইন্টারন্যাশনাল লি: (১৬২) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, এম/এস আল-সাফা এয়ার ট্রাভেলস (২৩৩) চট্রগ্রাম-হজ লাইসেন্স তিন বছরের জন্য (২০১৮-২০২০পর্যন্ত) স্থগিত ও তিন লাখ টাকা জরিমানা, সাউথ এশিয়ান ট্রাভেলস (১২২৩) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, মিডিয়া ট্রাভেলস সার্ভিসেস লি: (২৭৩) এক বছরের জন্য হজ লাইসেন্স স্থগিত ও পাঁচ লাখ টাকা জরিমানা, গ্রামীন এয়ার ইন্টারন্যাশনাল (৫২২) হজ লাইসেন্স বাতিল ও সম্পূর্ণ জামানত বাজেয়াপ্ত, ইউনাইটেড ট্যুরস এন্ড ট্রাভেলস প্রা: লি: (৫৪২) চট্রগ্রাম-তিন বছরের জন্য হজ লাইসেন্স স্থগিত, পাঁচ লাখ টাকা জরিমানা ও তিন জন হাজীকে প্রতিশ্রæত ১ লাখ ৭০ হাজার টাকা করে পরিশোধ করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে, গোল্ডেন ট্রাভেলস এন্ড কার্গো সার্ভিস (৫৬২) তিন বছরের জন্য হজ লাইসেন্স স্থগিত ও ছয় লাখ টাকা জরিমানা, বশরা ট্রাভেলস এন্ড ট্যুরস (৫৬৬) জামানত বাজেয়াপ্তসহ হজ লাইসেন্স বাতিল, এম/এস কনওয়ে ট্রাভেলস এন্ড ট্যুরস (৫৬৯) জামানত বাজেয়াপ্তসহ হজ লাইসেন্স বাতিল, এ্যাবকো এয়ার সার্ভিস (৫৭৫) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, সিরাজগঞ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস (১২০২) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও দশ লাখ টাকা জরিমানা, আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস (৫৭৭) পাঁচ লাখ টাকা জরিমানা, আবয়াজ ট্যুরস এন্ড ট্রাভেলস (৫৭৯) হজ লাইসেন্স দু’ই বছরের জন্য স্থগিত ও দশ লাখ টাকা জরিমানা, আমানা বিজনেস সল্যূশন (৫৯১) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, আল-মারিয়া ট্রাভেলস (৬২০) পাঁচ লাখ টাকা জরিমানা,আল-বালাদ ওভারসীজ (৬৩৩) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, দারুসসুন্নাত ট্রাভেলস এন্ড ট্যুরস (৬৩৯) পাঁচ লাখ টাকা জরিমানা, আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যুরস (৬৫৭) দুই লাখ টাকা জরিমানা, আল-মানার ট্যুরস এন্ড ট্রাভেলস (৬৬৩) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, ঢাকা হজ কাফেলা এন্ড ট্রাভেলস (৭৩২) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও দশ লাখ টাকা জরিমানা এবং ব্রাইট ট্রাভেলস (০০৪২) এর মালিক রেজাউল করিম উজ্জলকে কালো তালিকাভুক্ত মালিক হিসেবে চিহ্নিতপূর্বক হাব ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো, নিউ ট্যুরস এন্ড ট্রাভেলস (৭৬১) তিন লাখ টাকা জরিমানা এবং আল খায়ের ট্রাভেলস এন্ড ট্যুরস (৫৬৭) দুই লাখ টাকা জরিমানা, ফিউচার এসোসিয়েটস (৭৭৮) পাঁচ লাখ টাকা জরিমানা, গেøাবাল ভিশন (৭৮৬) হজ লাইসেন্স এক বছরের জন্য স্থগিত ও তিন লাখ টাকা জরিমানা, গেøাব ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সি (৭৮৭) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও পাঁচ লাখ টাকা জরিমানা, গুলশান-এ -মোহাম্মদীয়া ট্রাভেলস (৭৯৮) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও দশ লাখ টাকা জরিমানা, হাবিব এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস (৮০৩) দুই লাখ টাকা জরিমানা, হলি মক্কা এয়ার ইন্টারন্যাশনাল (৮২৬) তিন লাখ টাকা জরিমানা, কাশেম ট্যুরস এন্ড ট্রাভেলস (৮৭৩)সহ তিনটি লাইসেন্স কনওয়ে ট্রাভেলস এন্ড ট্যুরস (৫৬৯), মনির ট্যুরস এন্ড ট্রাভেলস (১০৪৯) এবং বুশরা ট্যুরস এন্ড ট্রাভেলস (৫৬৬) জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিল, করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৮৯৩) হজ লাইসেন্স এক বছরের জন্য স্থগিত ও পাঁচ লাখ টাকা জরিমানা, সরদার ট্রাভেলস এজেন্সী (৯১৩) তিন বছরের জন্য (২০১৮-২০২০) সমস্ত কার্যক্রম স্থগিত এবং পাঁচ লাখ টাকা জরিমানা, এম এ এম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস (৯১৬) পাঁচ লাখ টাকা জরিমানা, মেসার্স জামান এন্টারপ্রাইজ (৯২৫) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, মেসার্স রাজ ট্রাভেলস (৯৩৫) দুই লাখ টাকা জরিমানা, মারওয়া ট্রাভেলস (১০১০) দুই লাখ টাকা জরিমানা, মিড লাইন ইন্টারন্যাশনাল (১০২২) পাঁচ লাখ টাকা জরিমানা, মদিনা এয়ার ইন্টারন্যাশনাল (১০৪১) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও দশ লাখ টাকা জরিমানা, মনির ট্যুরস এন্ড ট্রাভেলস (১০৪৯) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, নুরাইনি ট্যুরস এন্ড ট্রাভেলস (১০৯১) তিন লাখ টাকা জরিমানা, রাহমানিয়া ইন্টারন্যাশনাল (১১১৫) দুই লাখ টাকা জরিমানা, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল (১১৪৫) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, মিডলাইন (১০২২) ও সারা এয়ার ইন্টারন্যাশনাল (১১৬৪) কে পাঁচ লাখ টাকা করে জরিমানা, শুয়াইব এয়ার ইন্টারন্য্শানাল (১১৯২) এক বছরের জন্য স্থগিত ও পাঁচ লাখ টাকা জরিমানা, সিয়াম ওভারসীজ (১১৯৫) এক বছরের জন্য স্থগিত ও পাঁচ লাখ টাকা জরিমানা, সিরাজগঞ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস (১২০২) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং দশ লাখ টাকা জরিমানা, সোনিয়অ ট্রাবেলস এন্ড ট্যুরস (১২১৮) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও তিন লাখ টাকা জরিমানা, সাউথ এশিয়ান ট্রাভেলস (১২২৩) হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, সুবহা ইন্টারন্যাশনাল (১২৩২) পাঁচ লাখ টাকা জরিমানা, সোহাইল ইন্টারন্যাশনাল (১২৩৫) হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও তিন লাখ টাকা জরিমানা, ট্রাভেলস নুরানী (১২৭৬) লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত ও পাঁচ লাখ টাকা জরিমানা, ইউনি গেøাব (১২৭৯) তিন বছরের জন্য স্থগিত ও পাঁচ লাখ টাকা জরিমানা, হিমালয়া এক্সপ্রেস (১৩০৯) পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরো যেসব হজ এজেন্সি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা’ হচ্ছে, এভারেস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস (৭৬২) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, গ্রাম বাংলা ট্যুরস এন্ড ট্রাভেলস সার্ভিসেস (৭৯১) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, গ্রীণ ইন্টারন্যাশনাল ট্রাভেলস (৭৯৫) পাঁচ লাখ টাকা জরিমানা, গুলশানে মোহাম্মদীয়া ট্রাভেলস (৭৯৮) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, এভারগ্রীণ ট্যুরস এন্ড ট্রাভেলস (৯৪৫) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৮৯৩) তিন লাখ টাকা জরিমানা, মোক্তার ইন্টারন্যাশনাল (৯৫৮) তিন লাখ টাকা জরিমানা, মামুন ট্রাভেলস লি: (৯৯৭) পাঁচ লাখ টাকা জরিমানা, মনির ট্যুরস এন্ড ট্রাভেলস (১০৪৯) সাত লাখ টাকা জরিমানা, মোল্লা ট্রাভেলস (১০৪৬) দুই লাখ টাকা জরিমানা, এমকো ট্যাভেলস এন্ড ট্যুরস (১০১৪) হজ লাইসেন্স দুই বছরের জন্য স্থগিত ও দুই লাখ টাকা জরিমানা, রয়্যাল তাইয়্যাবা এভিয়েশন (১১২৬) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, এস আহমেদ ট্যুরস এন্ড ট্রাভেলস (১১৩০) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, ভেনিস ট্রাভেলস এন্ড ট্যুরস (১২৮২) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, হাজী হাফিজ ট্রাভেলস এন্ড ট্যুরস (১৩৫৮) হজ লাইসেন্স বাতিল ও সাত লাখ টাকা জরিমানা, জেটওয়ে ট্রাভেলস (১৪৫১) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, হলি দারুননাজাত হজওভারসীজ (১৪৬২) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, সানজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (১২৯) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা, হাজারী হজ ট্যুরস এন্ড ট্রাভেলস (৩৫৩) পাঁচ লাখ টাকা জরিমানা, ক্লাব ট্রাভেলস সার্ভিস (৭২০) হজ লাইসেন্স বাতিল ও পাঁচ লাখ টাকা জরিমানা এবং মক্কা ওভারসীজ (১৪০৭) দুই লাখ টাকা জরিমানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।