Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিক্সিংয়ে এক বছর নিষিদ্ধ শাহজাব

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শাহজাব হাসানকে এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ও এক লাখ রুপি জরিমানা করেছেন পাকিস্তানের একটি দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। গত আসরের পাকিস্তান সুপাার লীগ (পিএসএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসানকে এ শাস্তি দেয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠিত দুর্নীতি বিরোধী ইউনিটের তদন্তের অংশ হিসেবে দেশটির পঞ্চম খেলোয়াড় হিসেবে শাস্তি পেলেন করাচি কিংসের সাবেক এ খেলোয়াড়।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ১০টি টি-২০ এবং ৩টি ওয়ানডে খেলা ২৭ বছর বয়সী এ ক্রিকেটার তিনটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। দূর্নীতি বিরোধী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় খালিদ লতিফ ও শারজিল খান পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে যথাসময়ে কর্তপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইরফান এক বছর ও মোহাম্মদ নওয়াজ দুই মাসের জন্য নিষিদ্ধাদেশ কাটিয়েছেন। এ ছাড়া নাসির জামশেদের বিপক্ষে একটি মামলা চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ