পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ দিনের আফগান সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবে। এর মধ্যদিয়ে তালেবানের নীতিতে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। কারণ এই গোষ্ঠীটি সব সময় বলে এসেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা হলেই কেবল তারা আলোচনায় বসবে। কাবুলে সন্ত্রাসবাদবিরোধী সম্মেলন শুরুর আগে তালেবান এ ঘোষণা দিল। আগামীকাল অনুষ্ঠেয় ওই সম্মেলনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, কাবুল সম্মেলনে তালেবান ও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একটি শান্তি পরিকল্পনা পেশ করা হবে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।