Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদি সফর করবেন নরেন্দ্র মোদি

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সউদি বাদশাহ সালমানের আমন্ত্রণে তিনি আগামী ২ ও ৩ এপ্রিল সউদি আরব সফর করবেন। মোদি তার অফিসিয়াল ফেসবুকে এ ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে মোদি বলেন, তিনি সউদি কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও জোরদার করতে চান। তিনি উল্লেখ করেন, তার এই সফরের প্রধান উদ্দেশ্যগুলোর একটি হচ্ছে, বড় বড় সউদি ব্যবসায়ীদের ভারতের উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করা। ফেসবুকের স্ট্যাটাসে মোদি আরও লেখেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সউদি আরব ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশিদার এবং ভারতে প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। গত বছর বাদশাহ সালমানের পূর্বসূরী বাদশাহ আব্দুল্লাহ’র ইন্তেকালের পর ভারতের ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারিকে শ্রদ্ধা জানাতে সউদি আরবে পাঠানো হয়েছিলো। ভারত সরকার ২০১৫ সালের ২৪ জানুয়ারির ওই দিনটিতে ঘনিষ্ঠ মিত্র ও বন্ধুর মৃত্যুতে দেশব্যাপী শোক দিবস পালন করে। ২০০৬ সালে বাদশাহ আব্দুল্লাহ ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে ভারত সফর করেছিলেন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদি সফর করবেন নরেন্দ্র মোদি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ