Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৬ ও ২০১৭ সালে ৫.৭ শতাংশে উন্নীত হচ্ছে। চীনের প্রবৃদ্ধি কমে যাওয়ার পরও এ অঞ্চলের দুর্বল হয়ে পড়া বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো সংস্কারের ফলে এই প্রবৃদ্ধি দেখা দেবে। এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি গতকাল বুধবার এ কথা জানায়। এডিবি’র প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে এ অঞ্চলের ৪৫টি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়ে ৫.৯ এ উন্নীত হয়েছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর ছিলো ৬.৫ শতাংশ এবং আগামী বছর তা হবে ৬.৩ শতাংশ, যা পূর্ববর্তী বছরে ছিলো ৬.৯ শতাংশ। এডিবি’র প্রতিবেদনে আরও বলা হয়, রফতানির ধীর গতি, শ্রমিক সঙ্কট এবং সরবরাহ ব্যবস্থা সংস্কারের ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক এই জোন আবার চাঙ্গা হয়ে উঠছে। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও এশিয়া শিল্পোন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। প্রতিবেদনে বলা হয়, ভারত দ্রুত বর্ধমানরত প্রবৃদ্ধির গতি ধরে রেখে অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে তার অবস্থান ধরে রাখবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও প্রবৃদ্ধিও ধারা অব্যাহত থাকবে। ২০১৬ সালে ভারতের প্রবৃদ্ধি ৭.৪ শতাংশ, যা গত বছর ছিলো ৭.৮ শতাংশ। শক্তিশালী বেসরকারী বিনিয়োগের কারণে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৬ শতাংশ হারে এগিয়ে যাবে। এ বছর দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হচ্ছে ৬.৯ শতাংশ হারে। ২০১৫ সালে যা ছিলো ৭ শতাংশ। আশা করা হচ্ছে, ২০১৭ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি হবে ৭.৩ শতাংশ। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ