Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাঁকা মাঠে আওয়ামী লীগ

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফাঁকা মাঠে আওয়ামী লীগ প্রার্থীদের গোল দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের তফসীল ঘোষণা করা হলেও ঘাঘর ইউপির সাথে পৌরসভার মামলা থাকার কারণে নির্বাচন স্থাগিত করা হয়। বাকি ১১ ইউনিয়নের মধ্যে পিঞ্জুরী ইউপিতে ভোট ছাড়াই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন। অন্য ১০ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাচাই শেষে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ১৪ তারিখে তাদের প্রতীক বরাদ্দ দেন রির্টানিং কর্মকর্তাগণ। এর পর থেকে হিরণ ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২ প্রার্থীর মধ্যে সমস্যার সৃষ্টি হওয়ায় ৯ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকার বিপক্ষে ১৯ সতন্ত্র প্রার্র্থী তাদের প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নেমে ভোটারদের বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে থাকার ফলে নৌকার ভরা ডুবি ঠেকাতে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতারা প্রতিটি ইউনিয়নে দফায় দফায় সভা সমাবেশের মাধ্যমে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে প্রতিপক্ষদের সরিয়ে মাঠ ফাঁকা করে দেয়। এখন শুধু গোল করে বিজয় ঘোষণা করার অপেক্ষা। এদিকে বিভিন্ন ইউনিয়ন ঘুরে এবং আওয়ামী লীগ ভক্ত সাধারণ ভোটারদের কাছ থেকে নৌকার ভরাডুবির বিষয়টি আলোচনায় উঠে আসে। তারা তাদের পছন্দ মত প্রার্থীকে ভোট দিতে না পারায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এভাবে চলতে থাকলে মানুষ নির্বাচন বিমুখ হয়ে যাবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁকা মাঠে আওয়ামী লীগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ