Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিশংসনের মুখোমুখি রুসেফ ভেঙে যেতে পারে জোট সরকার

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে অভিশংসনের মুখোমুখি হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ। কারণ, রুসেফের ক্ষমতাসীন জোট সরকার থেকে সরে গেছে সবচেয়ে বড় দল ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টি (পিএমডিবি)। এর ফলে ভেঙে যেতে পারে জোট সরকার। গত মঙ্গলবার জোট থেকে সরে যাওয়ার এ ঘোষণা দেয় পিএমডিবি। ফলে রুসেফকে অভিশংসনের মুখোমুখি করার ক্ষমতা আরো শক্তিশালী হলো বিরোধীদের। পিএমডিবির নেতাদের বৈঠকে জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাস হয়। একইসঙ্গে জোটে থাকা পিএমডিবির ৬ মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেয়ার মাত্র একদিন আগে পিএমডিবির নেতা পর্যটন মন্ত্রী হেনরিক এদুয়ার্দো আলভস পদত্যাগ করেছিলেন। সিনেটর রোমেরিও জুকা এক টুইটার বার্তায় বলেন, ঐতিহাসিক বৈঠকে দিলমা সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিএমডিবির এক নেতা লিওনার্দো কোয়ানতাও বলেছেন, দিলমা রুসেফের সরকার পরিচালনার নীতির কারণে তারা সরে যেতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, ব্রাজিলের নানা উৎপাদন ও আর্থিক খাত এখন আর দিলমা রুসেফকে সমর্থন করে না। তার নীতির কারণে দেশে ব্যাপক হারে বেকারত্ব বাড়ছে, দুর্নীতি বাড়ছে। দুর্নীতির অভিযোগে জর্জরিত দিলমা রুসেফ সরকারের জন্য এখন ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়তে পারে। পিএমডিবি জোট থেকে সরে দাঁড়ানোয় রুসেফ বিরোধীদের জোট আরো শক্তিশালী হবে। সেই সঙ্গে দুর্নীতির অভিযোগে রুসেফের অভিশংসনের মুখোমুখি হওয়ার আশঙ্কা আরো বাড়ছে। এপ্রিলের মাঝামাঝি সময়েই সিনেটে এ নিয়ে ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে। সিনেট এতে সমর্থন দিলে দিলমা রুসেফ ১৮০ দিনের জন্য নিষিদ্ধ হতে পারেন।
খবরে বলা হয়, দুর্নীতির অভিযোগে জর্জরিত ব্রাজিলের ক্ষমতা ধরে রাখা এখন দিলমা রুসেফের সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। কারণ, কোয়ালিশন ভাঙায় প্রেসিডেন্ট রুসেফের বিরোধীদের হাতে তাকে অভিশংসনের ক্ষমতা আরো বাড়ল। ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টি এক ভোটে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দিলমা রুসেফের সরকারের সাথে আর থাকছে না। তাদের এই সিদ্ধান্ত এখনি কার্যকর হবে। যার অংশ হিসেবে কোয়ালিশন থেকে বের হয়ে যাওয়া পার্টির মন্ত্রীরা সবাই পদত্যাগ করবেন। সরকারি ছয়শ’র মতো কর্মকর্তাও সরে যাবেন। দুর্নীতির অভিযোগে জর্জরিত প্রেসিডেন্ট দিলমা রুসেফ এর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ সমর্থন হারালেন। এপ্রিলের মাঝামাঝি সময়েই এ নিয়ে ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সিনেট এতে সমর্থন দিলে দিলমা রুসেফ ১৮০ দিনের জন্য নিষিদ্ধ হতে পারেন। একে তো জিকা ভাইরাস নিয়ে বিপদে রয়েছে দেশটি। সেই সাথে মাত্র চার পর আসছে অলিম্পিকসের প্রস্তুতি শেষ হয়নি। কিন্তু প্রতারণার অভিযোগে তার নানা ভেন্যু নির্মাণের ৩৫ মিলিয়ন ডলার আটকে দিয়েছেন একজন বিচারক। এর মধ্যেই দিলমা রুসেফের সরকারের বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সবমিলিয়ে বেশ বড় বিপদেই পড়লেন দিলমা রুসেফ। আল-জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিশংসনের মুখোমুখি রুসেফ ভেঙে যেতে পারে জোট সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ