Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মশা নিধনে ডিএনসিসির হটলাইন চালু

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সাপ্রতিক সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ০১৯৩২৬৬৫৫৪৪ নাম্বারে একটি হটলাইন চালু করেছে। ডিএনসিসির আওতাধীন যে কোন এলাকায় মশার ওষুধ ছিটানোর জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নম্বরে যে কেউ কল করতে পারবেন। ডিএনসিসি কর্তৃপক্ষ ২৪ ঘন্টার মধ্যে ঐ স্থানে মশার ওষুধ ছিটাবে। গত ২৫ ফেব্রুয়ারি ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান মশক নিধন ক্রাশ প্রোগ্রামের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়। তবে প্রয়োজনে ক্রাশ প্রোগ্রামের মেয়াদ আরো বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, সাধারনত প্রতিদিন যে পরিমান মশার ওষুধ ছিটানো হয় ক্রাশ প্রোগ্রাম চলাকালে তার দ্বিগুন ওষুধ ছিটানো হয়। ওষুধ ঠিকমত ছিটানো হচ্ছে কিনা তা মনিটরিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সভায় নির্দেশ দেয়া হয়। সভায় মশক নিয়ন্ত্রন স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ডা. মো. জিন্নাত আলী, ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সোসাইটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ