Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খবর প্রচারে সাংবাদিকদের সতর্ক ও সচেতন হওয়া দরকার : ওবামা

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাংবাদিকদের প্রতি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের খবর প্রচারে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে  নৈশভোজে আলাপকালে তিনি এ আহ্বান জানান। ওবামা বলেন, প্রার্থীরা অনেকে অনেক কথা বলতে পারেন। তবে সবকিছু ফলাও করে প্রচার করা সাংবাদিকদের উচিত নয়। বিশেষ করে যারা আগ-পাছ বিবেচনা না করে কথা বলেন, তাদের বক্তব্য প্রচারের সময় সংবাদ মাধ্যমগুলোকে অবশ্যই নিজেদের বুদ্ধি ও বিবেচনা প্রয়োগ করতে হবে। তিনি ট্রাম্পের এতদূর উঠে আসার পেছনে গণমাধ্যমকেও দায়ী করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বারাক ওবামা এখনও গুরুত্বের সঙ্গে তেমন কিছু বলেননি। এমনকি তিনি কাকে সমর্থন দেবেন, সেটাও পরিষ্কার করেননি। তবে গত সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও ওবামার লক্ষ্য যে এই ধনকুবের প্রার্থীই, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। এদিন ওবামা কঠোর ভাষায় প্রার্থীদের নির্বাচনী প্রচারে দায়িত্বজ্ঞানহীন অতিকথন এবং অদ্ভুত সব কথার যে চর্চা চলছে, তার নিন্দা করেন। একইসঙ্গে ট্রাম্পের সব বক্তব্য হুবহু প্রচারেরও সমালোচনা করেন তিনি। রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘন ঘন প্রচার এবং তার সাক্ষাৎকার নেয়ার যে প্রবণতা চলছে তাতে অসন্তুষ্টি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে ট্রাম্প প্রশ্রয় পাচ্ছেন এবং বিচার বিবেচনা না করে উল্টাপাল্টা কথাবার্তার পরিমাণও বাড়িয়ে দিয়েছেন। মিডিয়া যদি কারও হালকা কথাবার্তা প্রচারে না মেতে বরং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে তাতে ভোটাররাই উপকৃত হবেন।
ওবামা মার্কিন রাজনীতির কথা উল্লেখ করে বলেন, বুঝতে হবে, মার্কিন রাজনীতি শুধু যুক্তরাষ্ট্রেরই আগ্রহের কেন্দ্রবিন্দু নয়, বরং এতে চোখ রাখছে পুরো দুনিয়ার মানুষ। সুতরাং এমন কিছু খবর প্রকাশ করা উচিত হবে না, যাতে দেশের বাইরে পুরো বিশ্বেই মার্কিন রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। তিনি অস্কারবিজয়ী সংবাদভিত্তিক মুভি স্পটলাইট-এর কথা উল্লেখ করে বলেন, এটা দেখে আমরা বুঝতে পারি, সঠিক এবং গঠনমূলক খবরের প্রতি মানুষের কী পরিমাণ আগ্রহ রয়েছে। উত্তর কোরিয়ার তরফ থেকে পারমাণবিক হামলার হুমকি নিয়ে জাপান ও দক্ষিণ কোরীয় নেতাদের সঙ্গে কথা বলবেন বারাক ওবামা। ওয়াশিংটনে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় বৃহত্তম পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত আন্তঃদেশীয় বৈঠক চলাকালে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে এ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ওবামা বলেন, সম্ভাব্য হামলার ব্যাপারে তিন দেশে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া জরুরি। এদিকে লাহোরের গুলশান-ই-ইকবাল শিশুপার্কে জঙ্গি হামলায় ৭২ জন নিহত হওয়ার মূলে যে সমস্যা, সে সমস্যা একাই সমাধান করতে পারবেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কিভাবে তিনি একাই এ সমস্যার সমাধান করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। ওই হামলার জন্য বিশেষ কোনও গোষ্ঠীর প্রতিও তিনি নিন্দা জানাননি।
মিডিয়া একটি রাজনৈতিক শক্তির ন্যায় কাজ করছে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাংবাদিকদের প্রতি ইঙ্গিত করে বলেন, একটি মাইক্রোফোন হাতে নিলেই (সাংবাদিক) হয়না। সাংবাদিকদের সম্মানে দেয়া এক ভোজে বারাক ওবামা বলেন, মানুষ প্রায়ই এখন একটি কথা বলছে যে আসলে মার্কিন রাজনীতিতে কী হচ্ছে? এটি একটি রাজনীতির জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারেন না।  ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে মার্কিনিরা বিভক্ত হচ্ছে ইঙ্গিত করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের এই বিভক্তির জন্য সাংবাদিক, রাজনীতিবিদ এবং নাগরিক সকলেই দায়ী। রিপোর্টারদেরকে অবশ্যই ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে গুরুত্বের সাথে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে তার বিতর্কিত মন্তব্যের কারণে দেশটি ইতিমধ্যে নিন্দার মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে উভয় দলই সতর্কতা অবলম্বন করছে। সাংবাদিকদের প্রতি নির্বাচন নিয়ে ওবামার সতর্কতা সেই বার্তাই বহন করে। রয়টার্স, বিবিসি, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খবর প্রচারে সাংবাদিকদের সতর্ক ও সচেতন হওয়া দরকার : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ