বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়েরিতে মাটিধসে ৬ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনসহ সাতজনের নামোল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ নাথ জানান, সোমবার রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগে গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটিধসে ৬ শ্রমিক নিহত হন। নিহতদের একজন ছিলেন উপজেলার জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়েছে। মাটিধসের ঘটনার পরপর আটক কোয়েরির লেবার সর্দার আব্দুর রউফকেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।