Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে ৫ শ্রমিকের মৃত্যু

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিলেট ব্যুরো : সিলেট কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে গত রোববার রাত ও সোমবার দিনে উদ্ধার অভিযান চালিয়ে ৫ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে কোয়ারিতে পাথর উত্তোলনকালে তারা মাটিচাপা পড়েন। পুলিশ অভিযানে কোয়ারির শ্রমিকদের সর্দার আব্দুর রউফকে (৫০) আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাথে সাথে ২ জন নিহত হন। তবে সোমবার সকাল ১১টার দিকে কোয়ারীতে অভিযান চালিয়ে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বিকাল ৩টার দিকে মঈনুদ্দিনের (৩০) লাশ পাওয়া যায়। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জের কলমশাহ গ্রামে রইছ উদ্দিনের ছেলে। নিহত অন্যরা হলেন, সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও একই এলাকার হযরত আলীর ছেলে মতিবুর (৩২), ছলেরবন গ্রামের আশিক আলী (৩০), জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী(৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কোম্পানীগঞ্জ থানা ওসি (তদন্ত) দিলিপ নাথ জানান, রোববার রাতে ও সোমবার দিনে উদ্ধারকৃত লাশগুলো উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ