Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ৭৪৬ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ আটক ২

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে ৭৪৬ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার নুরুল ইসলামের আলাল হোসেন (৩৫) ও নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আলমগীর (৩০)। র‌্যাব জানায়, সোমবার দুপুর ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদের নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল রানিহাটি বাজারে ঢাকা মেট্রো ট ১৪-৮০১৮ নম্বরের একটি চাউলভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে ৭৪৬ বোতল ফেনসিডিলসহ চালক আলাল হোসেন ও হেলপার আলমগীরকে আটক করা হয়। এসময় ২৭০ বস্তা চাউল জব্দ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ