Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষীপুর) থেকে: লক্ষীপুরের রায়পুরে শীতের আমেজ না থাকায়,শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। প্রতিদিন গড়ে ৮- ১০ ঘন্টা লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ছাড়াও চলছে বিদ্যৎ বিভ্রাট। যা প্রতিদিনের নিয়মে প্রতিনিয়ত হয়েছে বললে অত্যুক্তি হবেনা।
রায়পুর শহরের কিছু অংশ সহ ২-৩ টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে চাঁদপুর থেকে। অন্য এলাকাগুলোতে রামগঞ্জের পানপাড়া সাব স্টেশন থেকে বাকি ৫টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। যা মূলত নোয়াখালীর চৌমুহুনী গ্রিড থেকে পানপাড়া সাব স্টেশন থেকে রায়পুরের পৌর শহরের বিশাল অংশ বাদ দিয়ে কেরোয়ার মোল্লার হাট, লুধুয়া, চরমোহনা, বামনী এবং সোনাপুর ইউপি’তে সরবরাহ হচ্ছে। প্রায় পৌণে ৪ লাখ জন অধ্যুষিত উপজেলার বেশিরভাগ গ্রাহক এবং জনগণ বসবাস করেন। অথচ এ এলাকাগুলোতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হয় বিদ্যুতের লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিদ্যুৎ লাইনে সমস্যা, ভাঙ্গা খুঁটি, জরাজীর্ণ তার, প্রায়ই তার জ্বলে যাওয়া, আর যে কারণেই প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে। মানুষের ফ্রিজের খাবার পঁচে গলে যাচ্ছে। গ্রাহকদের দুর্ভোগ চরমে।
এ নিয়ে স্থানীয় জোনাল অফিস উল্লিখিত কথা স্বীকার করে। সাধারণ মানুষের বক্তব্য যে কারণে রাতের বেলায় চোরের উপদ্রব বেড়েছে। কবে নাগাদ এর উত্তরণ হবে গ্রাহকগণ অপেক্ষায় রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোডশেডিং

২৮ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ