রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে গতকাল রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে নারী প্রতিনিধিত্ব সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
বিএনপিএস-এর নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু’র সভাপতিত্বে উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় এডভোকেসী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে নারী প্রতিনিধিত্ব ঃ সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, সাংবাদিক আলপনা বেগম, রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, কাইলাটী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মহিলা কাউন্সিলর শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা মেম্বার রুবিনা আক্তার, স্কুল কমিটির সদস্য ফারজানা আক্তার, মনোয়ারা বেগম প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।