Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে এক অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত এই অ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিংয়ে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: নির্মলেন্দু চৌধুরী, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, ডা: শহিদুজ্জামান হারুন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক, ইউনিসেফের কামরুজ্জামান, কেয়ারের খায়রুজ্জামানসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন রুনী বেগম, মাহবুবা খাতুন, একরামুল হক প্রমুখ। উল্লেখ্য, ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’। এনজিও কর্মী, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, কর্মী এতে অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ