Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

উয়ারী-বটেশ্বরে উন্মুক্ত জাদুঘর উদ্বোধন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : গতকাল শনিবার দেশবিখ্যাত প্রতœস্থল নরসিংদীর উয়ারী-বটেশ্বর উদ্বোধন করা হয়েছে ‘উয়ারী-বটেশ্বর দূর্গ-নগর উন্মুক্ত জাদুঘর’ নামে একটি নতুন ধরনের জাদুঘর। বিশিষ্ট প্রতœগবেষক ও লেখক, বটেশ্বর গ্রামের প্রবীণ প্রতœতাত্বিক মো: হাবিবুল্লাহ পাঠান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উয়ারী-বটেশ্বর প্রতœস্থল খনকদলের প্রধান ড. সূফী মোস্তাফিজুরর রহমান, স্থানীয় আমলাব ইউপি চেয়ারম্যান বশির আহমেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ড. সূফী মোস্তাফিজ জানান, এটি একটি নতুন ধরনের জাদুঘর। বাংলাদেশের কোন প্রতœতাত্বিক এলাকায় এ ধরনের জাদুঘর নেই। এ জাদুঘর স্থাপনের ফলে উয়ারী-বটেশ্বর দেশের বিখ্যাত পর্যটন এলাকায় পরিণত হবে। বাংলাদেশ তথা উপ-মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতœতাত্বিক, প্রতœগবেষক, ইতিহাসবিদ, ভূগোলবিদ, পর্যটক ও স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে উয়ারী-বটেশ্বর এলাকা। তিনি বলেন, উয়ারী-বটেশ্বরের মাটির নিচে চাপা পড়ে রয়েছে বাংলাদেশ তথা উপ-মহাদেশের বিখ্যাত এক দূর্গনগরী। দীর্ঘ ১৮ বছর ধরে খননকাজ চালিয়ে এই দূর্গনগরীতে আবিষ্কার করা হয়েছে চুন, সুরকী নির্মিত আড়াই হাজার বছরের প্রাচীন রাস্তা। আবিষ্কার করা হয়েছে ৪ হাজার বছরের পুরনো পিটডুয়েলিং বা মানুষের গর্তনিবাস। বৌদ্ধ পদ্ম মন্দির, বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ বিহারিকা, ইস্টক নির্মিত একটি বিশেষ অদ্বিতীয় স্থাপত্য, বৌদ্ধ কুন্ড/পুকুনিয়াসহ বিভিন্ন স্থাপত্য। এ ছাড়া এখানকার প্রাচীন মানুষের ব্যবহার্য নিক্ষেপাস্ত্র, নবপলীয় যুগের প্রস্তুরীভূত কুঠার, ছাপাংকিত মুদ্রা, উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র, রোলেটেড মৃৎপাত্র, নবযুক্ত মৃৎপাত্র, ধাতব নিদর্শন, স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের প্রতীক পোড়ামাটি ও পাথরের শিল্প বস্তু, বাটখারা ইত্যাদি অমূল্য প্রতœবস্তু। কিন্তু অর্থ ও সহযোগিতার অভাবে এসব আবিষ্কৃত মূল্যবান প্রতœস্থানগুলো মাটিচাপা দিয়ে ঢেকে রাখতে হয়েছে। এ অবস্থা দূরীকরণ ও উয়ারী-বটেশ্বরের ঐতিহাসিক স্থাপনা ও প্রতœবস্তুগুলো সারা বছর স্থায়ীভাবে প্রদর্শনের জন্য পর্যটকদের সুবিধার্থে উন্মুক্ত জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এ জাদুঘরে প্রতœবস্তুর মডেল, রেপ্লিকা, প্রতœবস্তু, প্রতœবস্তুর আলোকচিত্র, বিবরণ, বিশ্লেষণ প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া জাদুঘরে প্রতি ঘন্টায় উয়ারী-বটেশ্বর ডকুমেন্টারী ও ধারণকৃত প্রতœনাটক প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাদুঘর

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ