বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলা সোয়া ১২টায় রাজধানীর নয়পল্টনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আসছি, এখনো তাতে বিশ্বাস করি। কিন্তু বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়েছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতারা উসকানি দেয়ার চেষ্টা করছেন। আমরা সেই ফাঁদে পা দিইনি। ২২ তারিখ আমাদের সমাবেশ করার কথা ছিল সেটা করতে না দেয়ায় কালো পতাকা মিছিল করেত চেয়েছি। সেটাও করতে দেয়নি পুলিশ। আজ কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি দিয়েছি।
সোয়া দশটার দিকে দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়। এবং সাড়ে দশটার পর থেকে কর্মসূচি শুরু করে। কিন্তু পুলিশ তাতে বাধা দিয়ে লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে নেতাকর্মীদের ওপর জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে।
তিনি বলেন, দলের নেতা কর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের অনেককে আটকও করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।