Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবর্ণ তামিম হেরেছে দলও

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৫:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

স্পোর্টস ডেস্ক : এবারের পাকিস্তান ক্রিকেট লিগে (পিসিবএল) শুরুটা মোটেও ভালো হলো না তামিম ইকবালের। তার দল বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমিও মুলতান সুলতান্সের কাছে ৭ উইকেটের হেরে আসর শুরু করেছে।
কামরান আকমালের সঙ্গে ওপেনিংয়ে নেমে ১১ বলে ২ চারে ১১ রান করেন তামিম। মোহাম্মাদ ইরফানের বলে টানা তৃতীয় বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফাইন লেগে জুনায়েদ খানের হাতে ধরা পড়েন বাংলাদেশী ওপেনার। তার আগে বিদায় নেন আকমাল। ২২ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া পেশোয়ার সংগ্রহটা ভালো করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে করে ৬ উইকেটে ১৫১। ৫২ বলে ৫৯ রান করেন মোহাম্মাদ হাফিজ। ১১ বলে ২৯ রান করে লড়াইয়ের পুঁজি গড়তে সহায়তা করেন ড্যারেন স্যামি। তবে কুমার সাঙ্গাকারার ফিফটিতে (৫১ বলে ৫৭) ৫ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে মুলতান। দলীয় অধিনায়ক শোয়েব মালিক করেন ৩০ বলে দুটি করে চার-ছক্কায় অপরাজিত ৪২ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ