Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বইমেলায় হানিফ সংকেতের বই কে খোঁজে কে বোঝে

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বইমেলায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেত-এর একটি বই। হানিফ সংকেত বলেন, ‘মিডিয়াতে শুরুই করেছিলাম লেখালেখি দিয়ে। ‘পূর্বদেশ’ এর চাঁদের হাট, কিশোর বাংলা, ‘ইত্তেফাক’ এর কচিকাঁচার মেলা এসব পাতায় একসময় বেশ বিচরণ ছিল। এখনও সময় পেলে বিভিন্ন পত্রিকায় কলাম লিখতে চেষ্টা করি। তবে ব্যস্ততার কারণে বইয়ের জন্য খুব একটা লেখা হয় না। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদিকে নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। কাজের ব্যস্ততার উপর নির্ভর করে বইয়ের সংখ্যা। তবে যত ব্যস্তই থাকি না কেন, চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও প্রতিটি বই মেলায় যেন অন্ততঃ একটি করে হলেও বই থাকে’। ‘কে খোঁজে কে বোঝে’ বইটি সম্পর্কে হানিফ সংকেত বলেন, চারিদিকে দৃশ্যমান অদ্ভুত সব অসঙ্গতি আমাদের অভিজ্ঞতাকে কখনও হাস্যরসে, কখনও বা তিক্ততায় ভরিয়ে তোলে। আমাদের মনের উপরেই সবকিছু নির্ভর করে। এই মন ভালোতো সব ভালো, মনের গুণেই সব আলো আবার মনের দোষেই সব কালো। আমাদের চলমান জীবনের দৃশ্যমান এমনি কিছু ‘কালো’ অসঙ্গতি এবং সমসাময়িক বিষয়কে উপজীব্য করেই লিখতে চেষ্টা করেছি ‘কে খোঁজে কে বোঝে’। ২০১৭ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখাগুলি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। ‘কে খোঁজে কে বোঝে’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রæব এষ। বইটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর ইতিপূর্বে বিভিন্ন প্রকাশনী থেকে হানিফ সংকেতের ৩০টির মত গ্রন্থ প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ