Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে ৪ দিন ব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাবি সংবাদদাতা : চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের ১১০ টি চিত্রকর্ম নিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ে ৪ দিন ব্যাপি বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ২৫ ফেব্রæয়ারি পর্যন্ত প্রদর্শনীটি চলবে। প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৬ টা পর্যন্ত বিভাগের শ্রেণীকক্ষে সকলের জন্য উন্মুক্ত থাকবে চিত্রকর্ম প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এই প্রদর্শণী উদ্বোধন করেন ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান। প্রদর্শনীর আহবায়ক চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার বলেন, প্রত্যেক শিক্ষার্থীই নিজের চিত্রকর্মগুলো প্রকাশে আনন্দ পায় এবং প্রত্যেকে অন্যের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের অবস্থান মূল্যায়ণ করতে পারে। তাই বিভাগের শিক্ষা কার্যক্রমের একটি অংশস্বরুপ প্রথম বারের মতো প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। প্রতিবছরই এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্ম্মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদর্শনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ