Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইনি জটিলতায় পেছালো স্বাধীনতা কাপ

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইনি জটিলতার কারণে পেছানো হলো নতুন ফুটবল মৌসুম। গত সোমবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের করা এক রিট পিটিশনের কারণেই পিছিয়ে গেল মৌসুমের প্রথম টুর্নামেন্টটি। বাফুফে গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছে, আজকের বদলে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ। শেখ জামালের করা রিট পিটিশনের রায়ে আদালত এই নির্দেশনা দেন যে জামালের ৮ জন খেলোয়াড় অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন না। বাফুফে এই সমস্যা সমাধান করবে। এই আট জনের পাঁচজনই চট্টগ্রাম আবাহনীতে নাম লিখিয়েছেন। যাদের খেলা ছিল স্বাধীনতা কাপের প্রথম দিনই। এ বিষয়টিকে ঘিরে নতুন বিপত্তি দেখা দিয়েছে। এখন শেখ রাসেল, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা ও ফেনী সকার ক্লাব বলছে, স্বাধীনতার মাসে স্বাধীনতা কাপ ফুটবল না হলে তারা খেলবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনি জটিলতায় পেছালো স্বাধীনতা কাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ