নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। আসরে অংশ নিতে মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানের সাথে সাব্বি রহমানও এখন সংযুক্ত আরব আমিরাতে। আরেক বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবাল ভিসা জটিলতায় এখনো যেতে পারেন নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমাবেন তামিম।
এবারের আসরে কোয়েটা গø্যাডিয়েটর্সের হয়ে খেলবেন রিয়াদ। মুস্তাফিজ খেলবেন লাহোর কালান্দার্সে। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াদের দল কোয়েটা। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবেন মুস্তাফিজ। মুলতান সুলতানের বিপক্ষে মুস্তাফিজদের খেলা শুরু হবে রাত ১০ টায়। প্রাথমিকভাবে ৫টি ম্যাচে কোয়েটার হয়ে মাঠে নামার কথা রিয়াদের। অন্যদিকে লাহোরের হয়ে মুস্তাফিজও ৫ ম্যাচ খেলতে পারেন। এরপর শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের ডাকে ৪ মার্চ দেশে ফেরার কথা এই দুই ক্রিকেটারের।
এবারের পিএসএলের আসরে ৪ জন বাংলাদেশী ক্রিকেটার দল পায়। রিয়াদ-মুস্তাফিজ ছাড়া বাকি দুজন হলেন- সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব আল হাসান গত আসরে খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে। নিলামের আগেই সাকিবকে ফের রেখে দিয়েছিল দলটি। একই ব্যাপার ঘটেছিল গত আসরে কোয়েটার হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রেও। নিলামে তাই মূল্য পেয়েছেন তামিম ও মুস্তাফিজই। তামিমকে নিলামের জন্য ছেড়ে দিলেও আবারও দলে টেনে নিয়েছে তার পুরনো দল পেশোয়ার জালমি। তবে ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই বামহাতি অলরাউন্ডার সাকিবের। যার ফলে সাকিবের বদলি হিসেবে পেশোয়ার দলে ভিড়িয়েছে আরেক বাংলদেশী সাব্বির রহমানকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।