প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের অভিনেত্রী গোল্ডি হন জানিয়েছেন যৌন হয়রানিতে তার যে অভিজ্ঞতা হয়েছে তা বর্ণনা করলে সবার অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাবে।
এক সাক্ষাতকারে ৭২ বছর বয়সী অভিনেত্রীটি জানান যৌন হয়রানি ‘চিরদিনই ছিল’। “নিউ ইয়র্ক সিটিতে নৃত্যশিল্পী হিসেবে আমার কিছু জঘন্য অভিজ্ঞতা আছে। মানে, আমার এসব অভিজ্ঞতা বর্ণনা করলে সবার অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাবে,” তিনি বলেন। ‘দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব’ চলচ্চিত্রের তারকাটি জানান তার ভাগ্য ভাল যে তিনি যেভাবে বড় হয়েছেন তার নীতির কারণে সেসব পরিস্থিতিকে পাশ কাটিয়ে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন।
“আমার মা ছিলেন খুব শক্ত মনের মানুষ, আমার বাবাও তাই ছিলেন আর আমার মানিয়ে নেবার ক্ষমতাই ছিল ভাল। আমি নিজেকে স্পষ্টই জানতাম। আর আমার জবাব বরাবরই ছিল ‘না’। আমি সেভাবে কখনই কাজ নেবার কথা বিবেচনাই করতাম না। অনেক মেয়েই অন্য মত পোষণ করত,” তিনি বলেন।
তিনি জানান একবার এক অন্ধকার ঘরে এমন অভিজ্ঞতা হয় তার। তিনি কোনও মতে ধাক্কা দিয়ে বেরিয়া আসেন।
তিনি জানান অনেক দশক ধরে এমন অবস্থা চললেও এখন তা ‘অসুস্থতার’ পর্যায়ে চলে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।