রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা: বেতাগীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে মাঠপর্যায় বিনামুগ-৮ জাতের বীজ বপন পর্যবেক্ষণ এবং সঠিকভাবে চাষাবাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
বেতাগী পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বিনা’র বরিশাল উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক মো. সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহাবুব আলম রনি, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হারুন অর-রশীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত মিস্ত্রী, আ. রাজ্জাক, মো. মহসিন তালুকদার, মো. মজিবর রহমান ও মো. ইব্রাহিম, কৃষক কামরুল হাসান বসির বক্তব্য রাখেন। এর আগে ১৮ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষকরা জানান, বিনা উদ্ভাবিত বিনামুগ-৮ জাতটির ফলন বেশি, বিভিন্ন রোগবালাই সহনশীল এবং দানার আকার বড় তাই জাতটি তাদের কাছে প্রথম পছন্দনীয়। কৃষকরা এ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষৎতে আরো প্রসারিত করার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।