মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে জায়শ-ই-মোহাম্মদের পরিচালিত স্কুলগুলোতে তল্লাশি চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী জানিয়েছেন, জায়শের পরিচালিত বেশ কয়েকটি ধর্মীয় স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দাসকা শহরের কাছে একটি মসজিদ ও সেমিনারিতে তল্লাশি চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসবিরোধী বিভাগের সদস্যরা দাসকা এলাকায় গত বৃহস্পতিবার জমিয়াতুল নুর সেমিনারিতে তল্লাশি চালিয়েছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, সেমিনারিটি বন্ধ এবং এর নথিপত্র ও সাহিত্যকর্ম জব্দ করা হয়েছে।
তিনি জানান, জায়শ পরিচালিত আরও বেশ কয়েকটি কার্যালয় ও সেমিনারি বন্ধ করে দেয়া হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।