নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে প্রায় আট মাস আগে নিয়োগ পেয়েছিলেন এন্ড্রু ওর্ড। কিন্তু আসল দল নিয়ে কাজ করার সুযোগ পাননি এতদিন। সেই সুযোগে বয়স ভিত্তিক দল নিয়ে দুধের স্বাধ ঘোলে মিটিয়েছেন এই অস্ট্রেলিয়ান। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে তার, দলেরও। আট মাস পর ওর্ড পেয়েছেন জাতীয় দলের কাজ। প্রায় ১৬ মাস আন্তর্জাতিক ফুটবল থেকে বিচ্ছিন্ন থাকার পর কঠিন পরীক্ষা দিয়েই শুরু হবে ওর্ডের ‘আসল’ দায়িত্ব। ফিফা প্রীতি ম্যাচ, এশিয়ান গেমস ও সাফ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে। শুরুতেই লাওস পরীক্ষা। লাওস ম্যাচকে সামনে রেখে বিকেএসপিতে চলছে জাতীয় দলের প্রস্তুতি। তবে শুরুতেই ক্যাম্পে হানা দিয়েছে ইনজুরি। ইতিমধ্যে ইনজুরিতে ছিটকে পড়েছেন চার ফুটবলার। ইনজুরিতে রয়েছেন আরও দু’জন। যাদের যোগ দেয়ার কথা ছিল আগামীকাল। তাই দল নির্বাচনে এখন আর তেমন বেগ পেতে হচ্ছে না ওর্ডের।
দীর্ঘ দিন পর লাল-সবুজদের নতুন করে শুরু। নতুনের প্রভাব ঘোষিত জাতীয় দলেও। যে ৩৫ জনকে প্রথম দফায় ডেকেছেন ওর্ড, তাদের মধ্যে ১৭ জন একেবারেই নতুন। ভবিষ্যত জাতীয় দলের কথা মাথায় রেখেই তরুণদের ডেকেছেন কোচ। প্রথম ব্যাচে ২৬ ফুটবলার নিয়ে বিকেএসপি যাওয়ার কথা ছিল ওর্ডের। কিন্তু তিনি পেয়েছিলেন ২৪ জন। রিপোর্ট করেও দলের সঙ্গে বিকেএসপি যেতে পারেননি ডিফেন্ডার ইয়াসিন খান ও ফরোয়ার্ড জুয়েল রানা। ২৪ ফুটবলার নিয়ে বুধবার থেকে বিকেএসপিতে দু’বেলা অনুশীলন কার্যক্রম শুরু করেন ওর্ড। কিন্তু সপ্তাহ না ঘুরতেই তাকে ছুটি দিতে হয় আরো দু’ফুটবলারকে। একজন সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মতিন মিয়া, আরেকজন বিজেএমসির মিডফিল্ডার পাশবন মোল্লা। এর মধ্যে মতিন মিয়ার ধরা পড়েছে জন্ডিস। মতিন মিয়াকে বিশ্রাম দিলেও পুনরায় ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে ২২ ফেব্রæয়ারি। পাশবনকে বলা হয়েছে ফিট হয়ে ফিরতে। চারজন না থাকায় এখন ২২ ফুটবলার নিয়ে চলছে ওর্ডের ক্যাম্প। আপাতত খেলোয়াড়দের ফিটনেসেই জোর দেয়া হয়েছে বেশি। নতুন ফিটনেস কোচ মারিও লেমসকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে শুরুর দিকে।
এদিকে ক্যাম্পে থাকা ২২ জনের সঙ্গে আগামীকাল যোগ দেবেন আবাহনী ও আরামবাগের নয় ফুটবলার। যাদের মধ্যে ইনজুরিতে রয়েছেন চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন ও সুশান্ত ত্রিপুরা। ফলে এদের পক্ষে ক্যাম্পে যোগ দেয়ার সম্ভবনাও কম। ছয়জন ইনজুরিতে পরায় ৩৫ জনের দল পরিনত হয়েছে ২৯ জনের। এদের মধ্যথেকেই ২৪ জন নিয়ে ২৮ ফেব্রæয়ারি কাতারে কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে বাংলাদেশ। সেখান থেকে দল ফিরবে ১২ ফেব্রæয়ারি। তখনই এই ২৪ জনের সঙ্গে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা। জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কথায়, ‘সত্যিই ইনজুরি সমস্যায় ভুগছি আমরা। ইতিমধ্যে চারজন ইনজুরিতে ছিটকে পড়েছে ক্যাম্প থেকে। মঙ্গলবার আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী থেকে যে নয়জনের যোগ দেয়ার কথা রয়েছে, সেখানেও দু’জন ইনজুরিতে রয়েছে। যদি ওই দু’জনকে না পাই, তাহলে ২৭ জনের মধ্য থেকে ২৪ জনকে নিয়েই আমরা কাতার যাবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।