Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৬ আরোহীসহ ইরানী বিমান বিধ্বস্ত

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানে ৬৬ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৬০ জন যাত্রী আর বাকি ছয়জন ক্রু। জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের মুখপাত্র মুজতবা খালিদির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ইস্পাহান প্রদেশের সামিরান শহরের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি উড়ালের ৫০ মিনিট পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অভ্যন্তরীণ পথের বিমানটি রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে উড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইউসুজে যাচ্ছিল। মেহরাবাদ সাধারণত অভ্যন্তরীণ বিমানের ওঠানামার জন্যই ব্যবহার করা হয়। তবে সেখানে কিছু আন্তর্জাতিক পথের বিমানও ওঠানামা করে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে দ্রæত সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। উদ্ধারকারী বিমান পাঠানো হলেও প্রবল কুয়াশার কারণে সেখানে অবতরণ করতে পারেনি। পরে স্থলপথে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। হতাহতের ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়া বিমানটির পরিচালনাকারী সংস্থা ছিল আসেমন এয়ারলাইনস। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান বিধ্বস্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ