Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সার্কভুক্ত দেশের স্পিকার সম্মেলন ৩০ জানুয়ারি

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষিণ এশিয়ার স্পিকারদের এক সম্মেলন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে। দু’দিনব্যাপী দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর স্পিকার সম্মেলন ৩১ জানুয়ারি শেষ হবে। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আব্দুল রব হাওলাদারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সামিটে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান ও শ্রীলংকার জাতীয় সংসদের স্পিকাররা অংশগ্রহণ করবেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের যৌথ উদ্যোগে ঢাকায় এ স্পিকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্কভুক্ত দেশের স্পিকার সম্মেলন ৩০ জানুয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ