Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরুণাচল প্রদেশ নিয়ে দু’দেশের মতবিরোধ

মোদি আনন্দিত হলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:৪২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশ সফর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। গত বৃহস্পতিবার চীন ভারতের উদ্দেশে বলেছে, ভারতের এমন কোনো ধরনের কাজ করা উচিত হবে না যাতে চীনের সাথে পরিস্থিতি আরো জটিল করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শং বলেন, ‘চীন-ভারত সীমান্ত বিরোধ নিয়ে চীনের অবস্থান একবারেই স্পষ্ট। অন্যদিকে অরুণাচল সফর সম্পর্কে মোদি টুইটারে লিখেছেন, ‘অরুণাচল সফর ও সেখানকার চমৎকার মানুষদের সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আনন্দিত।’ এদিন অরুণাচল সফরে গিয়ে রাজ্যের রাজধানী ইটানগরে মোদি একটি সম্মেলন কেন্দ্রও উদ্বোধন করেন। প্রসঙ্গত, অরুণাচল নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন বিরোধ রয়েছে। কারণ চীন অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে ভারত সেটাকে নিজেদের বলেই মনে করে। তবে রাজ্যটি ভারতের নিয়ন্ত্রণেই রয়েছে। এই রাজ্য নিয়ে ১৯৬২ সালে ভারত-চীন একবার যুদ্ধও করেছে। খবরে বলা হয়, চীন সরকার কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়নি। একইসঙ্গে সেখানে ভারতীয় কোনো নেতার সফরেরও বিরোধী। তাই আমরা ভারতের কাছে এর তীব্র প্রতিবাদ জানাবো।’ তিনি আরো বলেন, ‘চীন ও ভারতের ভেতর সীমান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। ভারতের এমন কিছু করা উচিত না যাতে পরিস্থিতি খারাপে দিকে যায়। আমরা আশা করি, ভারত সমঝোতা চুক্তি মেনে চলবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অরুণাচল প্রদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ