Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পর্নো তারকাকে অর্থ দেয়ার স্বীকারোক্তি ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৯:০৮ পিএম | আপডেট : ২:০৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

পর্নো তারকা স্টেফানি ক্লিফোর্ডকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অর্থ পরিশোধ করেন নি। তাকে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছেন ট্রাম্পের আইনজীবী এবং সেই অর্থ তার নিজের, ট্রাম্পের নয়। এ কথা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। কিন্তু কেন তিনি ওই পর্নো তারকাকে অর্থ পরিশোধ করতে গেলেন তা ব্যাখ্যা করেন নি। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে স্টেফানি ক্লিফোর্ডের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। স্টেফানি ক্লিফোর্ড পর্নো জগতে ডানিয়েল স্টর্ম নামে পরিচিত। এক পর্যায়ে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন ট্রাম্প। ফলে ওই পর্নো তারকার মুখ বন্ধ করে দিতে তাকে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করা হয়। ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এসব খবর প্রকাশ করে। এ নিয়ে হোয়াইট হাউজের ভিতরেও লু হাওয়ার গন্ধ দিয়েছে পশ্চিমা মিডিয়া। বলা হয়েছে, এ খবর প্রকাশ হওয়ার পরে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন সুইজারল্যান্ডের ডাভোসে এলেন তখন তার সঙ্গে ছিলেন না মেলানিয়া। তিনি একাকী চলে যান নিউ ইয়র্কে। এসব নিয়ে অনেক পানি ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন একটি বিবৃতি দিয়েছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ