Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্ক সীমান্তের নিকটবর্তী সিরিয়ার একটি শহরে সেনা মোতায়েন করছে রাশিয়া। কামিশলিতে রাশিয়ার সেনা মোতায়েনের খবরে তুরস্কের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ব্রিটেন ভিত্তিক সংগঠন দা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, কামিশলি শহরের অদূরে দক্ষিণের একটি বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সেখানে বেশ কয়েকজন প্রকৌশলী পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার এ পদক্ষেপের খবর এমন সময় এলো যখন তুরস্ক গত ২৪ নভেম্বর রাশিয়ার একটি জঙ্গিবিমান ভূপাতিত করার পর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সিরিয়া সঙ্কট নিয়ে শুরু থেকে রাশিয়া ও তুরস্ক বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার লাটাকিয়া প্রদেশের মেইমিম বিমানঘাঁটির মতই কামিশলি বিমানবন্দরটিকে ব্যবহার উপযোগী করছে রাশিয়া। কামিশলি তুরস্কের নুসেবিন শহরের অদূরেই অবস্থিত। এএফপি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ