বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের সদর উপজেলায় ‘লুঠ করা মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের’ জেরে গোলাগুলিতে ডাকাতিসহ দশটি মামলায় জাবেদ মিন্টু নামে এক আসামি নিহত হয়েছেন।
সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া বেড়িবাঁধ এলাকায় আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ মিন্টু সদর উপজেলার চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মেদের ছেলে। ময়নাতদন্তের জন্য তার লক্ষ্মীপুরে সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, আজ ভোরে খাগুড়িয়া বেড়িবাঁধে ডাকাতদলের গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। এ সময় তল্লাশি করে পাশের সুপারি বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদের লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও আট রাউন্ড গুলিসহ দেশে তৈরি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।
জাবেদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ডাকাতির মাল ভাগবাটোয়ারার দ্বন্দ্বে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।