পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে বর্তমানে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন। তিনি বলেন, যার সংখ্যা মোট এক লাখ ৩৩ হাজার ৯০১টি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. নূরুল হকের এক প্রশ্নের জবাবে জানান, প্রাথমিক বিদ্যালয় বার্ষিক জরিপ ২০১৭ অনুযায়ী দেশে বর্তমানে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
মন্ত্রী বলেন, এসব প্রাথমিক বিদ্যালয়ে মোট পাঁচ লাখ ৫৭ হাজার শিক্ষক কর্মরত রয়েছে, যার মধ্যে মহিলা শিক্ষক তিন লাখ ৫১ হাজার ৮৬৩ জন।
এ ছাড়া আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরী কাম নৈশ প্রহরীর নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বাবদ সরকারের বার্ষিক ১০ কোটি টাকার অধিক ব্যয় হয়। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রাজস্ব বাজেটে সর্বমোট ১০ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০৬ টাকা ব্যয় হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।